POETRY — SUBRATA CHOWDARY — BOSHEKH ASE — NATUNPATA — 15 APRIL 2025, 3rd YEAR

কবিতা — সুব্রত চৌধুরী — বোশেখ আসে — নতুনপাতা — ১৫ এপ্রিল ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

POETRY  SUBRATA CHOWDARY  BOSHEKH ASE  NATUNPATA  15 APRIL 2025 3rd YEAR

কবিতা নতুনপাতা

বোশেখ আসে
সুব্রত চৌধুরী

বোশেখ আসে বোশেখ আসে
কাব‍্য গানে ছড়ায়,
থালা বাটি সানকি মাটির 
সরা পাতিল ঘড়ায়।

বোশেখ আসে বোশেখ আসে
পান্তা ইলিশ সর্ষে,
তাক ডুমা ডুম ঢাকের তালে 
শোভাযাত্রার হর্ষে।

বোশেখ আসে বোশেখ আসে
আবীর রাংগা ভোরে,
নতুন দিনের বার্তা নিয়ে
কড়া নাড়ে দোরে।

বোশেখ আসে বোশেখ আসে
কাঁচা আমে লংকায়,
মেঘ গুড়া গুড় হাতির শুঁড়ে 
কালবৈশাখীর শংকায়।

Comments :0

Login to leave a comment