প্রবীর দাস
ধেয়ে আসা ঘুর্ণিঝড় রেমাল আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনের মানুষ। দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় রেমাল! আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই আছড়ে পড়বে নয়া ঘূর্ণিঝড়।
ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড় পরিণত হয়েছে রেমাল। রবিবার সকালে সেটি অবস্থান করছে বঙ্গোপসাগরের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রেমাল' সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় রবিবার মধ্যেরাত নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে। রেমাল আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। তাঁদের কথায়, আবার একটা ঝড়, আবার ক্ষয়ক্ষতি!
রবিবারের ভোর পাঁচটা। আকাশ ছেয়েছে কালো মেঘে।বেতনী বিদ্যাধরীর সংযোগস্থল। সুন্দরবনের প্রবেশদ্বার।দমকা বাতাসে মনে করিয়ে দিচ্ছে আয়লা আমফান ইয়াসের বিবর্ণতা। আমফানের স্মৃতি টাটকা। ক্ষয়িষ্ণু নদী বাঁধ। রেমাল তার শক্তি অনেকগুণ বাড়িয়ে ধেয়ে আসছে সুন্দরবনের দিকে। আতঙ্কে সুন্দরবনবাসী। বার্তি সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদের ফিরিয়ে আনার কাজ চলছে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী রেমাল আছড়ে পড়তে পাড়ে আজ রাতে।অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।করোনার আবহে আমফানের ভয়াবহতা এখনও ভোলে নি সুন্দরবনাঞ্চল সহ বসিরহাট মহকুমাবাসী।মে মাস এলেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক তো থাকেই।কারণ আয়লা আমফান ইয়াসের আগমন ঘটেছিল এই মে মাসেই।মে মাস মানেই ঘূর্ণিঝড়ের মাস। তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। তবে ভোট আবহে রেমালের আগমনে বাড়ছে আতঙ্কের পারদ।যষ্ঠদফা নির্বাচন কার্যত শান্তিপূর্ণ হয় নি।সপ্তম দফায় কি শান্তিপূর্ণ নির্বাচন হবে? গোদের ওপর বিষফোঁড়ার মতো রেমালের আবির্ভাব। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে ঘুম উড়েছে লোনা মাটির দেশে।
Comments :0