exam reschedule

কলকাতা ঠেকালেও পারল না বিশ্ববঙ্গ, পিছালো ২৮’র পরীক্ষা

জেলা

স্নাতকোত্তরের পরীক্ষা দিন বদলে দিল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৮ আগস্ট স্নাতকোত্তরের পরীক্ষা ছিল। কিন্তু পরিবহণের সংকটের কারণ দেখিয়ে পরীক্ষার সূচি বদলে দিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। এই কর্মসূচিই পরীক্ষা বাতিলের মূল কারন তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারো।   যা নিয়ে তৈরী হয়েছে বিতর্কও।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য কলকাতার মেয়ে রোডে ছাত্র সমাবেশ রয়েছে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ২৮ অগাস্ট পরীক্ষার সূচি ছিল। কিন্তু সেই পরীক্ষা সূচি পাল্টে ৩০ আগস্ট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে পরীক্ষাটি ২৮-র পরিবর্তে হবে ৩০ আগস্ট। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পড়ুয়াদের অনুরোধে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আদতে যে শাসকদকের চাপে নতি স্বীকার করতে হয়েছে তা কোনও সন্দেহের অবকাশ নেই। সাধারণ পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এব্যাপারে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি জানিয়েছেন, "ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হতে পারে। সেই দিক বিবেচনা করেই পরীক্ষার দিন পিছিয়ে ৩০ অগস্ট করা হয়েছে।"
২৮ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার সূচীর কোনও পরিবর্তন করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। যার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নিশানা করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "এর আগেও আমরা দেখেছিলাম একই রকম ভাবে রাজ্য সরকার ফতোয়া জারি করে চেষ্টা করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২৮ আগস্টের পরীক্ষা পিছিয়ে দিতে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়া হবে না এটা কোথাকার নিয়ম। শুধু তাই নয় একুশে জুলাইয়ের দিনও একাধিক স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবহনের সংকট সামাল দেয়ার দায়িত্ব সরকারের। যে পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয় রাখতে পারল তা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রাখতে পারল না।"

Comments :0

Login to leave a comment