কবিতা
ভাষার উদ্যানে
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মুক্তধারা
আরো একবার জন্ম নিক সাহস
ভীরুতার অন্ধকার ঠেলে আরো একবার
উঠে আসুক সে ঊষা
ভোরাইয়ের সুরে প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে
সূর্যোকরোজ্জ্বল একটা গোটা দিন
খেলে বেড়াক দিকে-দিগন্তের অন্বেষণে
আমরা কি পারি আরো একবার প্রমাণিত হোক প্রিয়
আরো একবার ঠোঁটের কোণে ফুটে উঠুক
মনোরমা ফুলের সৌরভ
আলোকিত সে ছড়িয়ে যাক
সভ্যতার শিরায় শিরায়
মূক ছেড়ে মুখরের দিকে অনায়াস ভঙ্গীমায়
বাঁচতে ও বাঁচাতে
নির্দ্বিধায় সন্ধে ও সকাল
রাত্রির জটিলতা শেষ করে হিরন্ময় ভাষার উদ্যানে।
Comments :0