বৃহস্পতিবার সকালেকেশপুরের চড়কা গ্রাম সংলগ্ন জঙ্গল যাওয়ার পথে ড্রাম ভর্তি তাজা বোম উদ্ধার হয়। সেই জঙ্গলে তলাশি চালিয়ে একাধিক জায়গায় বালি চাপা থাকা মাটি খুঁড়ে একাধিক বোম ভর্তি ড্রাম ও বালতি উদ্ধার করে বোম স্কোয়াডের সদস্যরা।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের দখলদারী ও হিংসাত্মক ঘটনা ঘটিয়ে সন্ত্রাসের পরিবেশ বজায় রাখতে শাসকদল তৃণমূল বোম মজুত রেখেছিল অভিমত স্থানীয়দের। তাদের অভিযোগ প্রসাশনের নাকের ডগায় হলেও এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বুধবার কেশপুরের চড়কা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো বোমা ব্যাবহার করা হয়। সেই ঘটনায় সাত জন রক্তাক্ত সহ দুই তৃণমূল কর্মীর এক জনের কবজি, অপর এক জনের হাতের পাঁচটা আঙ্গুল উড়ে যায়। ঘটনা ঘটার পরই পুলিশ প্রসাশনের তৎপরতা বাড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। চড়কা গ্রামে পুলিশ পিকেট বসাতে হয়েছে। আশঙ্কা সংঘর্ষ যেকোনো মূহুর্তে ঘটতে পারে। তৃণমূল নেতারা এখন তাদের দুই গোষ্টীর কর্মীদের রক্ষা করতে পুলিশ প্রসাশন কে বুধবারই নির্দেশ দেয় বোম উদ্ধার করার। আর বৃহস্পতিবার ভোরেই জঙ্গল রাস্তায় কেলভাটের তলায় প্লাস্টিক মোড়া দুই ড্রাম তাজা পেট্রল বোম উদ্ধার হয়।
Bombs Recovered
একাধিক বোমা উদ্ধার কেশপুরে
×
Comments :0