CAMPAIGN IN TRAIN

সমস্যায় যাত্রীরা, ১০ এপ্রিল বিক্ষোভ, প্রচার ট্রেনে ট্রেনে

জেলা

খড়গপুর ডিভিশনে যাত্রীবাহী ট্রেনের অস্বাভাবিক বিলম্ব। সমস্যায় নিত্য যাত্রীরা। সমস্যার সমাধান চাইতে এছাড়াও অন্যান্য দাবিতে ডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় এই মিছিল সংগঠিত হবে। তারই প্রচার স্বরূপ গত এক সপ্তাহ ধরে জেলার প্রতিটি রেল স্টেশনে চলছে সই সংগ্রহ। ট্রেনে উঠেও যাত্রীদের মধ্যে চলছে সই সংগ্রহ অভিযান।

যাত্রীদের সুবিধার্থে হাওড়া-খড়াপুর, মেদিনীপুর-আদ্রা, হাওড়া-খড়গপুর-টাটা, হাওড়া-খড়গপুর-বালেশ্বর সেকশনে, মেল এক্সপ্রেস, ইএমইউ লোকাল সহ সমস্ত ট্রেন সময় মতো চালাতে হবে। সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। খড়গপুর থেকে হাওড়াগামী চতুর্থ লাইনের কাজ চালু করতে হবে। পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা রোড অবধি রেল লাইনের কাজ শুরু করতে হবে।

শেষ কয়েকমাস যাবৎ হাওড়া-মেদিনীপুর, হাওড়া-আদ্রা, হাওড়া-টাটা, খড়গপুর বালেশ্বর সেকশনে মেল, এক্সপ্রেস, ইএমইউ লোকাল ট্রেন অস্বাভাবিক দেরীতে চলছে। বলা যেতে পারে প্রতিদিন এই অস্বাভাবিক বিলম্বের কারণে লক্ষ লক্ষ ট্রেন যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সুপার ফাস্ট ট্রেন থেকে লোকাল ট্রেনে ভ্রমণরত সমস্ত যাত্রীর কাছেই এই পরিস্থিতি এখন নিত্যদিনের আতঙ্ক। এই সকল সমস্যার সমাধান চাইতেই ডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment