Mangal Shobhajatra

মঙ্গল শোভাযাত্রা বহরমপুরে

জেলা

পয়লা বৈশাখে সম্প্রীতির বার্তা দিতে বহরমপুর ভৈরবতলা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বেঁধে থাকার বার্তা নিয়ে বহরমপুরে মঙ্গল শোভাযাত্রা পথ হাঁটল পয়লা বৈশাখের সকলে। বিভিন্ন অপশক্তি যখন ঐক্য, সম্পীতিকে দুর্বল করতে চাইছে, সেই সময় সব ধর্ম, বর্ণ, জাতি, ভাষার মানুষকে আরও পাশাপাশি এসে বাঁচার ডাক ছিল শোভাযাত্রা থেকে। শোভাযাত্রায় ছিল বাংলার সংস্কৃতির নানা উপাদান। ছিল ঘোড়া নাচ, রণপা, পালকি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নিয়ে লেখা হয়েছিল "ধর্মের বেশে মোহ যারে এসে ধরে/ অন্ধ সে জন মারে আর শুধু মরে।" কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নিয়ে ব্যানারে লেখা হয়েছিল, "হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র ”।  এদিন বহরমপুর ভৈরবতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। কল্পনা মোড়, গীর্জার মোড়, টেক্সটাইল মোড় হয়ে শোভাযাত্রা শেষ হয় শক্তিমন্দির ক্লাবের মাঠে। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য থেকে সাধারণ মানুষ। এদিন শোভাযাত্রার শেষে বাংলার ঐক্যের সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন অধ্যাপক আবুল হাসনাৎ।

Comments :0

Login to leave a comment