Gaza Health Center Killing

স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ শিশুদের গুলি গাজায়, ‘গণহত্যা’ বলায় ট্রাম্পের রোষে রাষ্ট্রসঙ্ঘের প্রতিবেদক

আন্তর্জাতিক

শিশুদের নিয়ে অভিভাবকরা দাঁড়িয়ে ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে। বেশিরভাগই অপুষ্টিজনিত বিভিন্ন রোগের শিকার। সেই সারিতেও গুলি চালিয়েছে ইজরায়েলের সেনা। 
মধ্য গাজার দের-আল-বালায় বর্বর এই আক্রমণ বিশদে জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গাজার আল আকসা হাসপাতাল সংবাদমাধ্যমে জানিয়েছে গুলিতে নিহতের সংখ্যা ১৫। তার মধ্যে রয়েছে ৮ শিশু। যাদের সবচেয়ে ছোটটির বয়স ২ বছর।
ইজরায়েল গোটা গাজাকে বিধ্বস্ত করেছে। হামলা হয়েছে হাসপাতাল থেকে ত্রাণকেন্দ্রে। আন্তর্জাতিক ত্রাণ বন্ধ রেখেছে। ফের আমেরিকার সঙ্গে নিজেদের ত্রাণ সংস্থা তৈরি করেছে। অভুক্ত, অসুস্থ মানুষ ভিড় করেছেন ত্রাণকেন্দ্রে। সেখানেও চালানো হয়েছে গুলি।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কেবল জুনেই ইজরায়েলের হামলায় ৩ হাজারের বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।  
ইজরায়েলের বর্বরতার পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজকে নিষেধাজ্ঞার আওতায় ফেলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের প্রধান আমেরিকার এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। 
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদ বলেছে, ‘‘ফ্রান্সেসকা আলবানিজের দায়িত্ব ছিল গাজায় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া। ১৯৬৭-তে গাজায় ইজরায়েলের দখলদারি হওয়ার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার কাজও করছিলেন তিনি।’’ 
আলবানিজ প্রকাশ্যে গাজায় ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে চলেছিলেন। বিশ্ব জনমতের বড় অংশই এই বক্তব্যে একমত। ভারতের মোদী সরকার নীরব থাকলেও উন্নয়নশীল এবং বিকাশমান বিশ্বের বহু দেশই রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের একতরফা বর্বরতার বিপক্ষেই অবস্থান নিয়েছে।

Comments :0

Login to leave a comment