বৃহস্পতিবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বড় জয় পেল প্যারিস সেন্ট জার্মেইন। জাবি আলোন্সর রিয়াল মাদ্রিদকে তারা হারাল ৪-০ গোলে। ম্যাচের প্রথম ১০ মিনিটের মাথাতেই রাউল অ্যাসেন্সিও ও রুডিগারের দুটি শিক্ষানবিশী ভুলে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে মাদ্রিদের মাঝমাঠকে কার্যকরী হতে দেয়নি পিএসজির ভিটিনহারা । রুইজ ও ডেম্বেলের গোলের পর একটি দুরন্ত প্রতিআক্রমণ থেকে প্রথমার্ধেই তৃতীয় গোলটি করেন সে রুইজ। দ্বিতীয়ার্ধে আসে আরো একটি গোল। এই ম্যাচে আলোন্স বেশ কয়েকটি ভুল করেছিলেন। ভালভার্ডেকে মিডফিল্ডে না খেলিয়ে রাইট ব্যাকে খেলানো থেকে শুরু করে ৩ স্ট্রাইকারে খেলানো। এই সব ভুলের খেসারতই দিতে হল গোটা দলকেই। অন্যদিকে বড়ম্যাচে বড় ব্যাবধানে জিতে ফাইনালে ফেভারিট লুইস এনরিকের অপ্রতিরোধ্য পিএসজি।
Fifa Club World Cup 2025
ক্লাব বিশ্বকাপে বড় জয় পিএসজির

×
Comments :0