POETRY / ANJU BANU / NASIRUDDIN / MUKTADHARA / 9 JULY 2025 / 3rd YEAR

কবিতা / আনজু বানু / বোকা হাসি নাসিরুদ্দিন / মুক্তধারা / ৯ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  NASIRUDDIN  MUKTADHARA  9 JULY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

বোকা হাসি নাসিরুদ্দিন
 

আনজু বানু

৯ জুলাই ২০২৫ / বর্ষ ৩ 

        

বলগা খুলে হল্লা বোলে
নাম শুনেছি মোল্লা
আসল নাম নাসিরুদ্দিন 
শাণিত জ্ঞানের পাল্লা।

পর্বত যদি কাছে না আসে
মহম্মদ যান পর্বতের কাছে।
এই শিক্ষাই সঙ্গি করে 
বুদ্ধি বিলান অকাতরে 
খোলস খানি অতি বোকা
চতুরতায় একশো একা।

অরাজকতা রাজার অত্যাচারে
প্রজারা যখন হয় নিরুপায় 
ছদ্মবেশে নাসিরুদ্দিন এসে
রাজার মুখোশ ছিঁড়ে দিয়ে যায়

আমাদেরও তাই এমনই এক
চাই মোল্লা নাসিরুদ্দিন 
রাজ্যবাসী সইবে কত 
অনাচারের এ দুর্দিন??

Comments :0

Login to leave a comment