যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবি ও চাকরী চুরির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে ঠেকাতে পুলিশ লাঠিচার্জ, ছাত্রীদের শ্লীলতাহানি করেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতিকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে শুক্রবার এসএফআই ও ডিওয়াইএফআই যৌথভাবে পার্কাস রোড থেকে মিছিল করে কার্জন গেটের সামনে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর চাকরী বরখাস্তের প্রতিবাদে রাস্তা অবরোধ করে। সেই সময় পুলিশ ছাত্র-যুবদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন ভাঙ্গতে বিনা প্ররোচনায় ঝাঁপিয়ে পড়ে লাঠি চার্জ করে, প্রচার গাড়ির মাইকের ব্যাটারি খুলে নিয়ে যায়। রীতিমত খন্ডযুদ্ধ বেঁধে যায়। এমনকি প্রচার গাড়ি উল্টে দেবার চেষ্টা করে পুলিশ। এরই প্রতিবাদ জানিয়ে ছাত্র-যুবরা বিক্ষোভে ফেটে পড়লে এসএফআই নেত্রী উষসী রায়চৌধুরী অভিযোগ করেন ছাত্রীদের শ্লীলতাহানি করেছে পুলিশ। শুধু তাই নয় বিনা প্ররোচনায় লাঠি চার্জ, ছাত্র-যুবদের মারধর করা হয়। বিনা কারণে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
কার্জন গেটের সামনে বিনা প্ররোচনায় পুলিশের লাঠি চার্জ, ছাত্র-যুবদের মারধর।
এদিন এই বিক্ষোভ সভায় ছাত্র-যুব নেতৃত্ব অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত সরকারের কুশপুতুল পোড়ানোর জন্য ছাত্র-যুবরা উদ্যোগ নিলে পুলিশ সেই কুশ পুতুল কেড়ে নেবার চেষ্টা করে। শুরু হয় টানা হেচড়া। পুলিশের আক্রমণাত্বক চেহারা দেখে পথ চলতি মানুষ খুবই ক্ষুন্ন হয়েছেন। অনেকেই বলেছেন চোর গুলোকে ধরুক পুলিশ ছাত্রদের উপর হম্বিতম্বি না করে। এদিন এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব অভিযোগ করেন পুলিশ চোরেদের ধরতে পারে না, অথচ আন্দোলন ভাঙ্গার জন্য আক্রমণ শানাতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে সর্বত্র। এই পুলিশ ধিক ধিক বলে শ্লোগানে মুখর ছিল এদিন।
এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে পুরোভাগে ছিলেন ডিওয়াইএফআই নেতা অনির্বান রায়চৌধুরী, শুভাশীষ মিত্র, উষসী রায়চৌধুরী সহ পূর্ব বর্ধমান জেলার ছাত্র-যুব সদস্য ও নেতৃত্বরা। অন্যদিকে এদিন দেওয়ানদিঘী বাজার চত্বরে মিছিল করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতিকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে এদিন ছাত্র-যুব সহ বামপন্থী গণ সংগঠন সমুহের ডাকে বর্ধমান সদর ১ এলাকার দেওয়ানদিঘি বাজারে প্রতিবাদ মিছিল ও সভা হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন অভিষেক চ্যাটার্জী।বক্তব্য রাখেন চন্দন সোম। সমস্ত গণসংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন এছাড়াও গলসী, গুসকরা, কালনা, কাটোয়া, মেমারী, রায়না, খন্ডঘোষ, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, জামালপুর সহ সর্বত্র বিক্ষোভভ, মিছিল হয়েছে। এদিন কলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে চাকরী চুরির প্রতিবাদ। এসএফআই এবং ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির ডাকে শিয়ালদহ থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল।
শুক্রবার লালগোলার পণ্ডিতপুর মোড়ে চাকরি চোরদের শাস্তির দাবিতে, যোগ্য-মেধাবীদের দ্রুত নিয়োগের দাবিতে ও ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ছাত্র যুবদের চাক্কা জ্যাম কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি হয়।
Comments :0