Prajjwal Revanna

হারছেন কর্ণাটকের সেই প্রজ্জ্বল

জাতীয় লোকসভা ২০২৪

ছবি সংগ্রহ থেকে।

হারছেন প্রজ্জ্বল রেভন্না। জনতা দল (এস)’র এই নেতার বিরুদ্ধে মিহিলাদের নিপীড়ন এবং অশ্লীল ভিডিও প্রকাশের অভিযোগে তোলপাড় হয়েছে দেশ। 
জনতা দল (এস) এবার সঙ্গী হয়েছে বিজেপি’র। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জনতা দল (এস)’র প্রতিষ্ঠাতা এইচডি দেবেগৌড়ার নাতি রেভন্না। দলের অন্যতম নিশ্চিত আসন হাসনে প্রার্থী ছিলেন রেভন্না। গতবার এই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। 
বেলা সাড়ে বারোটা নাগাদ রেভন্না পিছিয়ে ৪৪ হাজার ভোটে। প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের শ্রেয়স প্যাটেলের এগিয়ে রয়েছেন এই কেন্দ্র থেকে। 
রভন্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছিলেন তিনি। সম্প্রতি দেশে পেরার পর আদালতের নির্দেশে এখন রয়েছে ‘সিট’-র হেপাজতে।

Comments :0

Login to leave a comment