MALDAHA POULTRY

মালদহের পোলট্রিতে তীব্র দুর্গন্ধে বিক্ষোভ

জেলা

কয়েক দিন ধরে মালদহ শহরের বিস্তীর্ণ অংশ পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। অতিষ্ঠ বাসিন্দারা। গন্ধের উৎস খোঁজা চলছিল। শেষ পর্যন্ত জানা গেল শহরের গৌড় রোড সংলগ্ন রাজ্য সরকারের পোলট্রি ফার্ম যাবতীয় দুর্গন্ধের উৎস।
কিছুদিন আগেই এই পোলট্রি ফার্ম চালু হয়েছে। তাও মাত্র একটি ইউনিট। জানা গেছে, এই ইউনিটের প্রায় ১০ হাজার মুরগি মারা যাওয়ায় এই অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীরা পোলট্রি ফার্মে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আধিকারিকরা এই ঘটনার জন্য বিদ্যুতের সমস্যাকে দায়ী করেন। তবে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল আনা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ম্যানেজিং ডিরেক্টর উৎপল কুমার কর্মকার।
তিনি জানান, কলকাতা থেকে বিশেষজ্ঞ দলটি বৃহস্পতিবার মালদহে আসছে। এছাড়া জাপান থেকেও বিশেষজ্ঞ আনা হচ্ছে। ক্ষোভের আঁচ টের পেয়ে ছুটে আসতে হয় পৌর প্রধান এবং উপ পৌর প্রধানকে। 
এলাকাবাসীর দাবি, এই পোলট্রি ফার্মকে শহর এলাকা থেকে সরিয়ে নিতে হবে। তাঁরা বলছেন, শুধু গন্ধের সমস্যা নয় মুরগির পালক উড়ে আসছে। ঘরের জানালা খোলা যাচ্ছে না। নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Comments :0

Login to leave a comment