হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এই মর্মে ছড়িয়ে পড়েছিল খবর। সংবাদমাধ্যমে এই খবরকে ‘একেবারেই ভুয়ো এবং গুজব’ আখ্যা দিলো ক্রেমলিন। রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‘রাষ্ট্রপতি একেবারেই সুস্থ রয়েছেন। গুজব রটানো হয়েছে তাঁর অসুস্থতা ঘিরে।’’
একটি টেলিগ্রাম চ্যানেল জানায় যে রবিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েন। রবিবার রাতে তার ঘরে ভারী জিনিস পরে যাওয়ার আওয়াজ পেয়ে ঘরে ঢোকেন নিরাপত্তা কর্মীরা। ঘরে ঢুকে তারা দেখেন যে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন পুতিন। একটি টেবিল তার পাশে উল্টে পড়ে ছিল। পরে বলা হয় যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে।
পেসকভ সংবাদমাধ্যমের প্রশ্নে হেসে ফেলে বলেছেন, ‘‘এই ধরনের খবর একেবারে ভুয়ে গুজবের তালিকায় পড়ে। সংবাদমাধ্যমের একাংশ রাষ্ট্রপতিকে নিয়ে প্রায়ই এমন খবর করে থাকে। তাদের লেগে থাকার ক্ষমতা ঈর্ষা করার মতো।’’
Comments :0