Rahul Gandhi

অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

জাতীয়

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রবিবার সিয়াচেনে একজন অগ্নিবীরের মৃত্যুর ঘটনায় বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নিন্দা করেছেন এবং বলেছেন যে অগ্নিবীর "ভারতের বীরদের অপমান" করার একটি পরিকল্পনা।

রাহুল গান্ধী, টুইটারে একটি পোস্টে বলেছেন: "সিয়াচেনে অগ্নিবীর অক্ষয় লক্ষ্মণের শহীদ হওয়ার খবরটি খুবই দুঃখজনক। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজন যুবক দেশের জন্য শহীদ হয়েছেন । তাঁর চাকরির সময় বিভিন্ন সুযোগ-সুবিধা, এবং শাহাদাতে তাঁর পরিবারকে কোনও পেনশন দেওয়া হয়নি।"
কংগ্রেস অগ্নিবীর প্রকল্পের সমালোচনা করেছে। বেশ কয়েকবার এই প্রকল্প নিয়ে সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী।

Comments :0

Login to leave a comment