গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা করলো রেল। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা সাংবাদিক সম্মেলন করেন। বিশেষ ট্রেনের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত একাধিক ঘোষণা করা হয়েছে।
গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর দর্শনার্থীদের কথা ভেবে ৭ দিনই চলবে অতিরিক্ত ট্রেন। ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। ২০২৫ সালে স্পেশাল ট্রেনের সংখ্যা ছিল ৭২টি, ২০২৬ সালে তা হয়েছে ১২৬টি। চলতি বছরের প্রতিদিন গড়ে ১৮টি ট্রেন অতিরিক্ত চলবে। নামখানা এবং কাকদ্বীপ থেকে ৫৬টি এবং শিয়ালদহ ও কলকাতা স্টেশনের দিকে থেকে ৭০টি বিশেষ ট্রেন চলবে।
রেল জানিয়েছে যে গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় রেল সুরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। মেলার রুটে প্রায় ৪০০ জন আরপিএফ মোতায়েন হবে। শিয়ালদহ স্টেশনের ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র কাকদ্বীপ ও নামখানা ট্রেনের জন্য বরাদ্দ করা হচ্ছে। এই দুই প্লাটফর্ম থেকেই মিলবে ট্রেন। ভিড় সামলাতে এবং বিশ্রামের জন্য রেলের পক্ষ থেকে প্রতীক্ষালয় ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিয়ালদহ এবং কাকদ্বীপ স্টেশনে একাধিক যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে। পানীয় জল, শৌচালয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
Comments :0