Dharmatala Rally

ধর্মঘটের সমর্থনে ধর্মতলা থেকে শুরু মিছিল, দেখুন সরাসরি

রাজ্য কলকাতা

৯ জুলাই ধর্মঘটের সমর্থনে শুরু হয়েছে মিছিল। সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু বলেছেন, দেশে শ্রমিকরা ফুঁসছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ১২ বছরে ২৪ কোটি মানুষের কাজ হওয়ার কথা ছিল। দশ লক্ষের বেশি পদ শূন্য কেন্দ্রে। রাজ্যে চুরি-জোচ্চুরি চলছে। শাস্তি দিতে হবে। মহিলাদের ওপর অন্যায়ে যুক্ত অপরাধীদের শাস্তি দিতে হবে। দেশে লুট করেছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যে লুট চালাচ্ছে মমতা ব্যানার্জির সরকার। তার বিরুদ্ধে ধর্মঘটে প্রতিবাদ জানাবেন সব অংশের মানুষ। ধর্মঘট সর্বাত্মক হবে।

Comments :0

Login to leave a comment