ক্রিকেটের ক্ষেত্রে রিচাদের জয় সমাজে মেয়েদের উত্তরণের একটি ধাপ। প্রথম বিশ্বকাপজয়ী বাংলার মেয়ে রিচা ঘোষ কে সম্বর্ধনা দিলো বাংলার ক্রিকেট সংস্থা। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই হয় এই অনুষ্ঠান। প্রথমে উত্তরীয়, পুস্পস্তবক এবং পরে সিএবি 'র তরফে সোনার ব্যাট-বল তুলে দেওয়া হয় রিচার হাতে। সেই অনুঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগের কাগজ তুলে দেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগে দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার ধর্ষণের অভিযোগ নিয়ে এই মুখ্যমন্ত্রীরই উপদেশ ছিল যে মেয়েদের রাতে বাইরে বেরোনো উচিত নয়। তাড়াতাড়ি ফেরা উচিত। তবে মহিলা বিশ্বকাপ ফাইনালের রাতে ইন্ডিয়া টিমের হাতে যখন জয়ের সূচক ট্রফিটি তুলে দেওয়া হয়েছিল তখন রাত প্রায় ১টা।
শনিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিচার গলায় পরিয়ে দেন সোনার হার, সঙ্গে ‘বঙ্গভূষণ‘ সন্মানেও ভূষিত করা হয় তাকে।
এদিন রিচার হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদের নিয়োগপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী।
এই মুখ্যমন্ত্রীই এক বছর আগে আরজিকর পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিকে দমিয়ে দিয়েছেন বারবার। প্রতিবাদীরা ধরপাকড়ের মুখে পড়েছে। প্রতিবাদী চিকিৎসকদের যোগ্য নিয়োগ দিতে অস্বীকার করেছেন আদালতের নির্দেশকে অমান্য করে। সম্প্রতি তিনিই আরজি করে দুর্নীতির অভিযোগ দায়ের করা প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। অধরা সেই নৃশংস ঘটনার প্রকৃত বিচার।
বহু ক্ষেত্রেই বাংলায় মহিলাদের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিসাবে শাসক শিবিরের বিভিন্ন নেতা অথবা ঘনিষ্ঠদের নাম সামনে এসেছে। পার্ক স্ট্রিট থেকে সর্বত্র লঘু করেছেন অপরাধকে।
ধর্ষণ ও খুনের ঘটনায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে তুলেছিল আরজি করে নিহত চিকিৎসকের পরিবার।
এদিন ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে
রিচার ফাইনালে ৩৪ রানের জন্য ৩৪ লক্ষ টাকা তুলে দেন তিনি।
Richa Ghosh
রিচাকে অর্থ, চাকরিও দিলেন নারী নিপীড়নে নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রী
শনিবার ইডেনে রিচা ঘোষকে সম্বর্ধনায় মমতা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলি। রয়েছেন ঝুলন গোস্বামীও। ছবি: অচ্যুৎ রায়
×
Comments :0