ভারতের সর্বোচ ক্ৰিকেট বোর্ড ( BCCI ) থেকে ফের একবার জরিমানা করা হল ঋষভ পন্থকে। মাঠ এবং মাঠের বাইরে সমস্যা যেন কাটতেই চাইছেন লখনৌ দলের । গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের কারণেই ১২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পন্থকে। এর আগে আরো একটা ম্যাচে এই মুম্বইয়ের বিরুদ্ধেই ১৪লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল পন্থকে এই একই কারণে । এছাড়াও এই আইপিএলে সর্বোচ্চ ২৭কোটি অর্থমূল্যের ঋষভ এখনও অব্দি করেছেন ১১০রান , গড়ে ১২.২২ এবং তার স্ট্রাইক রেট ৯৮.২১। বর্তমানে ১০ম্যাচে মাত্র ১০পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। অর্থাৎ সবদিক থেকেই সমস্যার বানে বিদ্ধ লখনৌ সুপার জায়ান্টস।
indian premier league
ফের জরিমানা পন্থকে

×
Comments :0