Road Accident In Odisha

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত ৮, জখম ১২

জাতীয়

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝার জেলার ঘাটাগাঁওয়ের পুলিশ থানার অন্তর্গত বালিজোদি গ্রামের কাছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো ১২ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাটাগাঁওয়ের তারিণী মন্দিরে যাওয়া জন্য একটি মিনিবাসে মহিলা শিশুসহ ২১ জনের বেশি যাত্রী উঠেছিলেন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশাচ্ছন্নর কারণে চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা মারে মিনিবাসটি। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো একজনের। গুরুতর আহত যাত্রীদের কেওনঝার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কেওনঝারের এসপি নীতিন কুশলকার বলেছেন, দুটি পরিবারের সদস্যরা গঞ্জাম জেলা থেকে ৪০০ কিলোমিটার দূরে তারিণী মন্দির দেখার জন্য একটি মিনিবাস ভাড়া করেছিল। নিহতরা হলেন- মিতা প্রধান, তার ছেলে আকাশ, পুত্রবধূ লিলি। বায়াখন্ড গৌড়, মদন গৌড়, মমিনা গৌড়, বাবিনা গৌড়। আরেক জনের নাম পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

Comments :0

Login to leave a comment