এসএফআই এবং ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির ডাকে মিছিল হয়। শিয়ালদহ থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল। মিছিল শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়ানো হয়। মিছিলের যে মূল ব্যানারে তাতে লেখা ছিল 'অযোগ্য চাকরি বাতিল করো' শুধু চাকরি কেটে লেখা ছিল সরকার।
সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালে এসএসসি'র ২৫৭৫২ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বিপুল দুর্নীতির জন্যই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে বহু যোগ্য চাকরি প্রার্থীর তাঁদের পাশে দাঁড়িয়েই রাজ্যের সর্বত্র মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল হয়েছে পূর্ব বর্ধমানেও।
এসএফআই’র কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় বলেন, "যোগ্যদের বঞ্চিত হতে হয়েছে। তার জন্য দায়ী কমিশন এবং সরকার। প্রধান সমস্যা হবে সরকারি স্কুল শিক্ষা পরিকাঠামোয়। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা দেখা রয়েছে। মার্কশিট তৈরির কাজ চলছে। আর মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। এভাবেই মুখ্যমন্ত্রী দায় সারতে চাইছেন। তিনি আসলে সরকারি স্কুল শিক্ষাকে তুলে দিতে চান। যে ভাবে রাজ্যে প্রায় ৮ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এই পুরো পরিস্থিতির দায় নিতে হবে সরকার এবং কমিশনকে।"
ডিওয়াইএফআই জেলা সভাপতি বিকাশ ঝা বলেন, "আমরা বারবার যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও দাঁড়াবো। যোগ্য-অযোগ্য ভাগ করেনি রাজ্য। সে কারণেই সবার চাকরি বাতিল হয়েছে আদালতে। আমরা এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখব। যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে।"
মিছিল শেষে দীনেশ মজুমদার ভবনে সামনে পথ অবরোধ করে তাঁরা। পোড়ানো হয় কুশপুতুল। যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে দুর্বার আন্দোলন গড়ে তলার ডাক দেন তাঁরা।
শুক্রবার এসএফআই ও ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে পার্কার রোড থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়।
SFI DYFI
এসএসসি দুর্নীতির প্রতিবাদে কলকাতায় মিছিল এসএফআই-ডিওয়াইএফআই’র

×
Comments :0