গুজরাটে শিক্ষায় ঢালাও বেসরকারিকরণ রোধে দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে রবিবার শেষ হলো গুজরাট এসএফআই রাজ্য সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ভি পি সানু। রাজ্যের ৪ জেলা থেকে ১২১ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। সভায় সাংগঠনিক রিপোর্ট নিয়ে আলোচনার পর তা গৃহীত হয়েছে। সম্মেলনে ২১ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। রাজ্য কমিটি সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে নীতীশ মোহন এবং দীপক পাতিল। সত্যেশা লাভা ও অজয় পাতিল যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মানসি রাভাল ও আগমান লাভা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রায় ৩৩ বছর বাদে গুজরাটে এসএফআই’র রাজ্য সম্মেলন হলো। ১৯৮৯ সালে ফেব্রুয়ারিতে দ্বিতীয় রাজ্য সম্মেলন হয়। সম্মেলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা অরুণ মেহতা, হিতেন্দ্র ভাট ও সতীশ পারমার।
SFI Conference
আন্দোলনের শপথ নিয়ে গুজরাটে শেষ এসএফআই সম্মেলন
×
Comments :0