Saline Protest Salim

স্যালাইন বিক্ষোভ: মেদিনীপুরে ধরপাকড়ের নিন্দা সেলিমের

রাজ্য

Salim condemned arrests in Medinipur

জাল স্যালাইনে প্রসূতিমৃত্যুর প্রতিবাদ চলছে মেদিনীপুরে। সেখানেই ছাত্র যুব মহিলাদের ধরপাকড় করে পুলিশ। পুলিশের তীব্র নিন্দা করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
তিনি শনিবার বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় জাল কারবারীদের রমরমায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জাল স্যালাইনে এক প্রসূতির মৃত্যু হয়েছে, গুরুতর অসুস্থ হয়ে কোমায় রয়েছেন আরও তিনজন। হাসপাতালে নিষিদ্ধ, জাল স্যালাইন সাপ্লাইয়ের দুষ্ট চক্র চলেছে, কিন্তু সরকারের স্বাস্থ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। 
তিনি বলেছেন, এই বেআইনি কারবারের বিরুদ্ধে শনিবার মেদিনীপুরে ছাত্র যুব মহিলাদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশ সিপিআই(এম)’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিজয় পাল সহ পনেরোজন ছাত্রযুব মহিলা প্রতিবাদী কর্মী ও নেতৃবৃন্দকে ধরে নিয়ে গেছে। রবিবার সিপিআই(এম)’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের প্রাক্কালে পুলিশের এই অতিসক্রিয়তা থেকে নবান্নের ছত্রছায়ায় দুর্নীতিচক্রের কারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। 
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাঁর ভাইপো দুর্নীতির টাকা কামানোর জন্য মানুষের প্রাণ নিয়ে খেলছেন। এমন পরিস্থিতি চললে দরকার হলে রোগী ডাক্তার ছাত্র যুব শ্রমিক কৃষক খেতমজুর সবাই মিলে স্বাস্থ্যভবন অভিযান করতে হবে।

Comments :0

Login to leave a comment