Salim SSC

কয়েকজনের দুর্নীতির জন্য কাজ হারালেন যোগ্যরা, বললেন সেলিম, দাবি দ্রুত নিয়োগেরও

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

যোগ্যতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় অনেকে কাজ হারালেন। তার জন্য দায়ী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি। কমিশন এবং সরকার গোটা ঘটনার জন্য দায়ী। 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী বলেছেন এ রাজ্যে নিয়োগে ধারাবাহিক দুর্নীতি হয়েছে। আমরা আন্দোলনে শরিক ছিলাম। চাকরিপ্রার্থীদের জ্বালা যন্ত্রণার শরিক। কিছু অযোগ্যকে টাকার বিনিময়ে চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চনা করা হয়েছে। মাদুরাইয়ে সিপিআই(এম) পার্টি কংগ্রেসের মাঝেই প্রতিক্রিয়া জানান তাঁরা।


সেলিম বলেছেন, আমরা বিশ্বাস করি বেশিরভাগই যোগ্যতা প্রমাণ করেই চাকরি পেয়েছিলেন। বারবার আদালত বলেছে যোগ্য অযোগ্য বেছে দিতে। কমিশন বা সরকার সেই দায়িত্ব নেয়নি। দুর্নীতি করে কারা চাকরি পেয়েছে তা জানায়নি। আমরা বিশ্বাস করি অল্প একটি অংশ, সে মন্ত্রী হতে পারে কমিশনের লোক হতে পারে, কেউ কেউ তো কোম্পানি খুলে টাকা নিয়েছে, তারা হতে পারে, এরা দুর্নীতিতে যুক্ত। সবাই দোষী নয়। কিন্তু যখন একটি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে ভরে যায় তখন তার প্রভাব সর্বত্র পড়ে। 
সেলিম বলেন, আমাদের সব থেকে বড় চিন্তা সরকারি স্কুলের শিক্ষা নিয়ে। সরকারি স্কুল ব্যবস্থা তুলে দিতে চায় তৃণমূল-বিজেপি। ২৫ হাজার কর্মীর কাজ চলে গেলে সরকারি স্কুল ব্যবস্থা বিপাকে পড়বে। তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন আদালতের বাধার বাহানা দিয়ে নিয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার শীর্ষ আদালত নিয়োগের নির্দেশ দিয়েছে। আমাদের দাবি, সময় বেঁধে এই নিয়োগ সম্পন্ন করতে হবে। 

Comments :0

Login to leave a comment