Sanjiv Bhatt

গুজরাট গণহত্যায় প্রতিবাদী সঞ্জীব ভাটের মুক্তির আবেদনে রায়

জাতীয়

গুজরাটের প্রাক্তন আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের মুক্তির শুনানি দ্রুত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 
তবে মঙ্গলবার, শীর্ষ আদালত এদিন ভাটের জামিনের আবেদন খারিজ করেছে। 
২০০২ সালে গুজরাট গণহত্যায় রাজ্য সরকারের নিশ্চুপ মদতের প্রতিবাদ করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫-তে চাকরি যায় ভাটের। মোদী সে সময় প্রধানমন্ত্রী। ২০১৮-তে গ্রেপ্তার করা হয় ভাটকে। 
এর আগে ভাটের জামিনের আবেদন খারিজ হয়েছে গুজরাট হাইকোর্টে। 
সুপ্রিম কোর্টে ভাট বলেছেন যে ২০১৮-র পর তিনি বিচারাধীন বন্দি। তার পর থেকে জামিন হয়নি, এক দিনের জন্যও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। 
১৯৯০ সালে জামনগরে পুলিশ হেপাজতে মৃত্যুর ঘটনায় ভাটকে গ্রেপ্তার করা হয়। সে সময়ে সদ্য আইপিএস ভাট ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Comments :0

Login to leave a comment