দামি ঘড়ি পড়ায় মুম্বাই বিমানবন্দরে দীর্ঘক্ষন আটকে থাকতে হল অভিনেতা শাহরুখ খানকে। গতকাল রাতেই সারজাহ থেকে ফেরেন তিনি। বাড়ি ফেরার পথেই বিমান বন্দরের কাষ্টম ডিপার্টমেন্টে প্রায় ঘন্টাখানেকের বেশী সময় ধরে আটকে রাখা হয় তাঁকে ও তার সহযোগীদের। সুত্রের খবর প্রায় ৬.৮৩ লক্ষ টাকা কাষ্টমসে জরিমানা দেওয়ার পর বলিউড তারকা ও তার ম্যানেজারকে যাওয়ার অনুমতি দেয় কাষ্টমস। কিন্তু রাত ভর আটকে রাখা হয় তাঁর দেহরক্ষী ও আরও বেশ কয়েকজনকে।
বিমানবন্দরের তরফে জানা গিয়েছে তিনি ও তার সহযোগী কয়েকজনের ব্যাগে দামি ঘড়ি ছিল। মোট ছয়টি ঘড়ির যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১৮ লক্ষ টাকা। তা নিয়েই কাষ্টমসে আটকানো হয় শাহরুখ খানকে। দিন দুয়েক আগেই সারজাহত বইমেলার এক অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ। সেখানে তাঁকে সিনেমা ও সংষ্কৃতীতে অনবদ্য অবদানের জন্য গ্লোবাল আইকন অফ সিনেমা ও কালচার ন্যারেটিভ পুরষ্কারে পুরস্কৃত করা হয়।
Shahrukh Khan airport
দামি ঘড়ি জন্য বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটক শাহরুখ খান
×
Comments :0