Shootout Coochbehar

আবারো শ্যুট আউট কোচবিহারে

রাজ্য

Shootout Coochbehar

রাতের অন্ধকারে শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য কোচবিহার  ২নং ব্লকের মহিষবাথান এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খাগড়াবাড়ি সংলগ্ন মহিষবাথান এলাকায় ১৭ নং জাতীয় সড়কে। ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা সূত্রে জানা গেছে গতকাল রাতে ১৭ নং জাতীয় সড়কের উপর স্কুটি সহ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি করে সেই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতদেহের মধ্যে গুলির চিহ্ন পাওয়ায় তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সুশীল চন্দ্র দাস, তার বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খারিজা কাকড়িবাড়ি এলাকায়। মৃতের স্ত্রী জানান,তার স্বামী জমির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গতকাল রাতে রাজারহাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটে।


এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment