Siddique Kappan bail rejected

কাপ্পানকে জামিন দিল না লখনউ জেলা দায়রা আদালত

জাতীয়

এবার টাকা তছরুপ মামলায় কাপ্পান সিদ্দিককে (Siddique Kappan) জামিন দিলনা লখনউ (Lucknow Court) জেলা দায়রা আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট কেরালার এই সাংবাদিকের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে মামলা করেছে। ১২ অক্টোবর বিচারপতি সঞ্জয় সঙ্কর পান্ডের বেঞ্চে এই মামলার শুনানী শেষ হয়। তখন বিচারপতি তার রায়দান স্থগিত রাখে। সোমবার তিনি কাপ্পানের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত ফলে জেলেই থাকতে হচ্ছে কাপ্পানকে। কাপ্পান ও তার তিন সহযোগি আতিকুর রহমান, মাসুদ আহমেদ ও মহম্মদ আলমের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আনে ইডি।
প্রসঙ্গত সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ইউএপিএ আইনে কাপ্পানকে জামিন দিয়েছে। কিন্তু অন্যান্য মামালায় নিম্ন আদালত তাকে জামিন না দেওয়ায় জেলেই থাকতে হচ্ছে তাকে। ৫ অক্টোবর হাতরসে তরুনী ধর্ষণ ও খুনের ঘটনার খবর করতে যাচ্ছিলেন কাপ্পান। সেই সময় তাকে রাস্তা থেকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ। প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ আনে যে সে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে যাচ্ছে হাতরাসে। উত্তর প্রদেশ সরকার কাপ্পান ও তার সহযোগিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা করে। তারপর ২০২১’র ফেব্রুয়ারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট কাপ্পানের বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করে। ইডির দাবি কাপ্পান ও তার তিন সহযোগি বর্তমানে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া থেকে টাকা নিয়েছে উত্তরপ্রদেশে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে। পপুলার ফ্রন্টের টাকাতেই হাতরসে যাচ্ছিল কাপ্পান ও ওই তিনজন দাবি ইডির’র।

Comments :0

Login to leave a comment