সেই ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর কেটে গেছে ২৭টি বছর। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিযোগীতায় ফাইনালে উঠেও আসেনি ট্রফি। সেই অপেক্ষা অবসান ঘটল ২০২৫ এর ১৪ জুন তারিখে। চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল ৫ উইকেটে। তৃতীয় দিনের শেষে অধিনায়ক টেম্বা বাউমা ও এইডেন মার্করামের দাপটেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে এসেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে তাদের দরকার ছিল মাত্র ৬৯ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে সেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ২৮২ রানে মোট ৫টি উইকেট হারিয়েছে ' প্রোটিয়া ' রা। অস্ট্রেলিয়াকে হারানোর সঙ্গে সঙ্গে তাদেরই এক রেকর্ডটিও ভাঙলেন টেম্বা। ১৯২০ -২১ এ বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে পরপর ৯টি টেস্ট ম্যাচ জিতেছিলেন অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। এবার টেম্বা পর পর ১০টি টেস্ট জিতে সেই রেকর্ডও ভেঙে দিলেন। ২০২৩ এর ফেব্রুয়ারি থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, ভারত , শ্রীলঙ্কা , পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে মোট ১০টি টেস্টে বজায় রাখলেন নিজের ' অপরাজেয় ' তকমা।
WORLD TEST CHAMPIONSHIP FINAL 2025
২৭ বছর পর ইতিহাস রচনা দক্ষিণ আফ্রিকার
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0