Strike 9 July

ধর্মঘটের প্রচার রাজগঞ্জ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদরেও

জেলা

প্রচার চলছে জলপাইগুড়ি জেলাজুড়ে।

ধর্মঘটের প্রচার চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। সোমবার জেলার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন হাট এবং ফারাবাড়ি এলাকায় মিছিল হয় শ্রমিক, কৃষক এবং খেতমজুর ইউনিয়নের উদ্যোগে। 
ময়নাগুড়ি এলাকায় ও সদর ব্লকের মালকানি হাটে মিছিল ও সভা  হয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহবানে। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন সভায় বক্তব্য রাখেন খেতমজুর আন্দোলনের নেতা রতন কুমার রায়, শ্রমিক নেতা পীযূষ মিশ্র, মহিলা নেত্রী রীণা সরকার, জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা ক্ষীরমোহন রায়। 
সদর ব্লকে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি সহ  নেতৃবৃন্দ। 
পাশাপাশি এদিন জেলার প্রত্যেকটি স্কুল পরিদর্শক দপ্তরের সামনে বিক্ষোভ হয়। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ধর্মঘটের নোটিশ দেয়। 
৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবী দেওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষকরা নিজস্ব দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের শামিল হবেন বলে জানান নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা।

Comments :0

Login to leave a comment