Aravalli

আরাবল্লী শুনানিতে বসছে সুপ্রিম কোর্ট

জাতীয়

আরাবল্লী পাহাড় সংক্রান্ত মামলায় ফের শুনানিতে বসছে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট এই শুনানির দিন ঠিক করেছে
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মহেশ্বরী এবং এ জে মসীহের বেঞ্চে হবে সোমবার শুনানি। 
আরাবল্লী পর্বত শ্রেণির সংজ্ঞা বদলের জেরে শুরু হয় বিতর্ক। অবৈধ খননের জেরে আরাবল্লী শেষ হয়ে যাবে, এই আশঙ্কা জানিয়ে চলছে আরাবল্লী বাঁচানোর আন্দোলন। 

Comments :0

Login to leave a comment