WEATHER

ফের কমলো তাপমাত্রা, কী পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

রাজ্য কলকাতা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিনের তাপমাত্রা বাড়লেও শীতের কাঁপুনি থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। সোমবার ফের কলকাতা তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯। কিন্তু শীতের কাঁপুনি থেকে রেহাই মেলেনি। ঘন কুয়াশার কারণে তাপমাত্রা তারতম্য বোঝা যায়নি।

চলতি সপ্তাহে প্রথম দিকে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। হাতে থাকবে কুয়াশা দাপট ফলে কমবে দৃশ্যমানতা। উত্তর থেকে দক্ষিণ কুয়াশার ফলে জাঁকিয়ে শীতের অনুভূত হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরবঙ্গে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন দিনে অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রার পারদ এক ধাক্কায় ২-৩ ডিগ্রি নামতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, পারদের কাঁটা থাকতে পারে ১১-১২ ডিগ্রির ঘরে।

উত্তরবঙ্গে ঠান্ডা বেশ শীতল। হয় অফিসের পূর্বাভাস দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  উত্তরের জেলা দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা এখন ২ ডিগ্রির ঘরে । পূর্বাভাস বলছে, দার্জিলিংয়ে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে থাকবে । কালিম্পং ৯ ডিগ্রি, শিলিগুড়ি-জলপাইগুড়িতে ১২ ডিগ্রি ৷ গোটা উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট ৷

Comments :0

Login to leave a comment