Calcutta University

অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দি ক্যালকাটা ইউনিভার্সিটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের শতবর্ষ

কলকাতা

দি ক্যালকাটা ইউনিভার্সিটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের শতবর্ষ উদযাপনের সূচনা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আগামী ১৫ এবং ১৬ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শতবর্ষ উদযাপন চলবে।
বুধবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে প্রদর্শনী উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড: দেবাশীষ দাস। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে শতাব্দি প্রাচীন এই সমবায়ের গৌরব ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

 


আশুতোষ শিক্ষা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পরিবারের ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্যার আশুতোষ হলে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। সমবায়ের প্রাসঙ্গিকতা ক্রমহ্রাস্যমান শীর্ষক বিতর্কে কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রীর স্টল হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আধিকারিক, শিক্ষক, কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

Comments :0

Login to leave a comment