মালদার ইংরেজবাজারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। ঘটনাটি ঘটেছে শনিবার মাঝ রাতে। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় গাড়ির ভেতরে থাকা ৩ জন আরোহীর। এমনটিই জানিয়েছে স্থানীয় মানুষ ও পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিন ব্যক্তি ছোটো গাড়িতে করে গাজোলের দিকে যাচ্ছিল। বাধাপুকুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওইই গাড়ি একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম এক্রাম শেখ, লিয়াকত শেখ ও সঞ্জয় মণ্ডল। নিহতেরা মোথাবাড়ি এলাকার বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ট্যাঙ্কারটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।
Road Accident
ইংরেজবাজারে পথ দুর্ঘটনায় মৃত ৩
×
Comments :0