মধ্যপ্রদেশের সিধি জেলার আমদাদ গ্রামে টাওয়ার সংস্কারের কাজ করার সময় হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার ভেঙে মালদার ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর কয়েকজন আহত হয়েছেন।
মৃতেরা মালদহের ইংরেজবাজারের এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন (৩২), সিন্টু মোমিন (৩৫) ও মোবারক নাদাবের (৩২)। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়েন মৃত শ্রমিকদের পরিবারের লোকেরা। শুক্রবার পরিযায়ী শ্রমিকদের দেহ ফিরে আসবে মালদহে।
জানা গেছে ইংরেজবাজারের অমৃতির সোনাতলার বাসিন্দা আজমির ও সিন্টু এবং ফুলবাড়িয়ার নতুন নঘরিয়ার মোবারক দু'সপ্তাহ আগে বিদ্যুতের টাওয়ারের কাজে মধ্যপ্রদেশে যান। পুরোনো টাওয়ার সরিয়ে ওই স্থানে নতুন টাওয়ার বসানোর সময় আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা সেখান থেকে সরে যেতে পাননি। ঘটনাস্থলেই আজমীর ও মোবারক এবং স্থানীয় হাসপাতালে সিন্টুর মৃত্যু হয়। আহতদের রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে আহতদের নাম এসকে সাহেব, সিন্টু মবিন, ইমারল শেখ, এসকে দিলদার, এসকে দিলবর, এসকে মাফান ও এসকে হামিদুল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। শ্রমিকেরা প্রায় ৭০ ফুট উচ্চতায় কাজ করছিলেন যখন টাওয়ারের একটি অংশ ভেঙে পড়ে।
রামপুর নাইকিন থানার ভারপ্রাপ্ত আধিঊ সুধাংশু তিওয়ারি বলেন, "দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।"
জেলা তথা গোটা পশ্চিমবঙ্গে কাজ না থাকায় ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহে একের পর এক পরিযায়ীর মৃত্যুতে প্রশাসনের ভূমিয়ায় প্রশ্ন উঠে আসছে।
আজমিরের দুই, সিন্টুর তিন এবং মোবারকের দুই ছেলে-মেয়ে রয়েছে। আজমিরের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।
Comments :0