Citu

শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে মিছিল শ্রমিক সংগঠনগুলির

কলকাতা

এসএসসি সহ টেট দুর্নীতির বিরুদ্ধে পথে নামল বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তি পাদদেশ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত চলল মিছিল। সিআইটিইউ নেতা অনাদি সাহু, সুভাষ মুখার্জি সহ উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক নেতৃত্বের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে অবিলম্বে চাকরি দিতে হবে পরীক্ষায় উত্তীর্ণদের। সেই সঙ্গে চাকরি বিক্রিতে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে মিছিল শ্রমিক সংগঠনগুলির

এসএসসি সহ টেট দুর্নীতির বিরুদ্ধে পথে নামল বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তি পাদদেশ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত চলল মিছিল। সিআইটিইউ নেতা অনাদি সাহু, সুভাষ মুখার্জি সহ উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক নেতৃত্বের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে অবিলম্বে চাকরি দিতে হবে পরীক্ষায় উত্তীর্ণদের। সেই সঙ্গে চাকরি বিক্রিতে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

স্বচ্ছ নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এসএসসি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৬০০ দিনে পা দিতে চলেছে তাদের এই অবস্থান।  যেমন এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেও অবস্থান চালাচ্ছেন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও। শিক্ষা দুর্নীতিতে হাইকোর্টের রায়ে চালু তদন্তে এরমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ একাধিক উচ্চপদস্থ শিক্ষা অধিকারিক।

Comments :0

Login to leave a comment