Congress Twitter

ফের খুলছে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল

জাতীয়

Congress Twitter

গতকালই কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছিল বেঙ্গালুরুর এক আদালত। পরদিনই অবশ্য কর্ণাটক হাইকোর্টের ডিভিসন বেঞ্চ খারিজ করে দিল ডেজিগনেটেড ইকনমিক কোর্টের সেই রায়। ফলে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কংগ্রেসের ওই টুইটার অ্যাকাউন্টের। তবে বুধবার দুপুরের আগে যে বিষয়বস্তু নিয়ে এত কাণ্ড তা সরিয়ে ফেলতে হবে কংগ্রেসকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রায় কেজিএফ ২ সিনেমার গান বিনা অনুমতিতে বাজানোর দায়ে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিচারপতি জি নরেন্দ্র ও বিচারপতি পিএন দেশাইকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জরুরি শুনানিতে নিম্ন আদালতের রায় খারিজ করে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়। আদালত নির্দেশ মতো কংগ্রেস ওই সিনেমার গানটির ৪৫ সেকেন্ডের ক্লিপিংটিও সরিয়ে দিতে রাজি হয়েছে। -পিটিআই


পিলিভিট, ৮ নভেম্বর— স্বামীকে খাবার দিয়ে ফেরার সময় দুটো লোক জোর করে আখের খেতে টেনে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছিল। পুলিশের কাছে গেলে এফআইআর নেয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ঘটনার চার মাস পর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মহিলা তাঁর অভিযোগে বলেছেন, এবছরের ১৬ জুলাই তাঁকে তাঁর গ্রামের দুজন ধর্ষণ করে। চাষের খেতে স্বামীকে খাবার দিয়ে ফেরার পথে ওই দুজন তাঁকে টেনে আখের মধ্যে নিয়ে যায়। তারপর গলায় চাকু ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করে। সকাল এগারোটা নাগাদ এই ধর্ষণের ঘটনাটি ঘটে। মহিলাকে যখন ধর্ষণ করা হয়েছিল, তখন তিনি সন্তানসম্ভবা ছিলেন। ধর্ষণের ফলে তাঁর গর্ভপাত হয়ে যায়। মহিলার কথায়, ঘটনার পরই তিনি পুলিশের দুই আধিকারিকের কাছে যান। কিন্তু তাঁরা কিছুই করেননি। বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হন। শেষে আদালতের হস্তক্ষেপেই দীর্ঘ চার মাস পর এফআইআর দায়ের হয় সুনগ্রাহী থানায়। থানার ইনচার্জ জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। যে সত্য সামনে আসবে তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment