উৎসবে অনুভবে
মুক্তধারা
অপমান
-------------------------
অমিত গোলুই
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
নদী শুধু বার্গার ভেবে
বড়ো একটা কামড় দিয়েছে
তারপর থেকেই পার
নিজেই নিজেকে কামড়াচ্ছে।
কামড়াতে কামড়াতে
নদীর জলে মিশে যাচ্ছে
তবু , বুক চিতিয়ে বাঁধ হতে পারছে না।
Comments :0