UTSAVE ANUVABE / POETRY / ANJU BANU / BIODY GAZA / MUKTADHARA / 29 SEPTEMBER 2025 / 3rd YEAR

উৎসবে অনুভবে / কবিতা / আনজু বানু / যাঁরা শরীরে মানুষের রক্ত নিয়ে বাঁচে / মুক্তধারা / ২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

UTSAVE ANUVABE  POETRY  ANJU BANU  BIODY GAZA  MUKTADHARA  29 SEPTEMBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে 

মুক্তধারা

যাঁরা শরীরে মানুষের রক্ত নিয়ে বাঁচে

আনজু বানু 

২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

               

গাজায় মরছে হাজারে হাজারে
আমরা তো রয়েছি‌ মানুষ পরিচয়ে।
ফিলিস্তিনের গাজা নামের
একটি স্থান মুছে যাবে
পৃথিবীর মানচিত্র থেকে।
আর ফিলিস্তিন!
পোড়া মাটির দেশ হয়ে রয়ে যাবে পৃথিবীর ইতিহাসে।
রাষ্ট্রসংঘের ব্রেন স্বার্থের লালায় এতো পিচ্ছিল হয়েছে যে,
কোন শব্দই বের হচ্ছে না মাথা থেকে।
অথবা রাষ্ট্রসংঘের মুখে কেউ
কন্ডোম পরিয়ে দিয়েছে,
যাতে কোন প্রতিবাদী শব্দ প্রসব করতে না পারে।
জগতবাসী সইছে কী করে!
এত দেবশিশুর মৃত্যুমুখ
এত শবের পাহাড়,
এত কান্না হাহাকার।
এত ধ্বংস,রক্ত,আগুন,
ঝলসানো মানব শরীর।
কারও মুখে কথা নেই।
যাঁরা শরীরে মানুষের রক্ত নিয়ে বাঁচে-
এ সব দেখে শুনে তাঁরা হৃদপিণ্ডে-- অহ-রহ সূঁচের খোঁচা অনুভব করে।

     

Comments :0

Login to leave a comment