উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
স্মৃতির পাতায়
-------------------------
রবীন্দ্রনাথ সামন্ত
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
শরৎ সিক্ত শিশির বারি
কাশফুলের মেলা।
কখনো শুভ্র কখনো কালো
নীল আকাশের খেলা।
আগমনী জানায়আগমন বার্তা
মহালয়ার ভোরে।
বঙ্গ নয়কো অপেক্ষমান বিশ্ববাসী
গৌরী আসার তরে।
নতুন নতুন সাজ পোশাকে
কতনা সাজের বাহার।
অন্নবস্ত্র বাসস্থানের হাহাকার করে
কেবা খোঁজ নেয় তাহার?
কেউবা মরে বিনা চিকিৎসায়
কেউবা ধর্ষিতা হয়।
মানের শিখরে পৌঁছাতে দ্যাখো
অন্নবস্ত্র রক্তদান কোথাও কোথাও হয়।
পুজো আসে খুশিতে ভাসে
সমাপ্তি বিজয়ায়।
আগমনির এই রিতি
লেখা থাকে স্মৃতির পাতায়।
Comments :0