সত্যব্রত ভট্টাচার্য: জয়পুর
সাধারণ মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াতে হবে, ভাঙতে হবে বিজেপি তৃণমূলের বোঝাপড়াকে। এজন্য আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।
সিপিআই (এম) পুরুলিয়া জেলা ২২ তম সম্মেলন শেষে উঠে এলো এই বার্তাই।
রবিবার জয়পুরে শেষ হলো দু’দিনের এই সম্মেলন। সম্মেলন শেষে এদিন প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয়। বক্তব্য রাখেন সিপিআই এম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, পার্টি রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টির পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায়।
সুজন চক্রবর্তী বলেন, গ্রামের গরিব মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে আমাদের। মূল কথা হলো মানুষকে আরও ঐক্যবদ্ধ করে একজোট করতে হবে। এর কোনো বিকল্প নেই।
অমিয় পাত্র বলেন, তৃণমূল - বিজেপি'র রাজত্বে মানুষ বিপন্ন। তাহলে তারা কাকে ভরসা করবেন? তাই এগিয়ে আসতে হবে বামপন্থীদেরই। মানুষকে সঙ্গে নিয়েই ২০ এপ্রিল ব্রিগেড ভরাবে লাল ঝান্ডা। দেবলীনা হেমব্রম বলেছেন, সমস্যা, অসুবিধা প্রতিটি মানুষের আছে। তাই লাল ঝান্ডা থেকে যারা দূরে আছেন, তারাও আসুন, বামেদের আন্দোলনে সামিল হতে।
এবারের ২২ তম জেলা সম্মেলন থেকে প্রদীপ রায়কে পুনরায় সম্পাদক নির্বাচিত করে ৬০ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ৯ জন মহিলা।
Comments :0