পালিয়ে ভানাতুতে থাকার পাসপোর্ট জোগার করে ফেলেছিলেন ললিত মোদী। কিন্তু ভারতে আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত এই ক্রিকেটকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছেন ভানাতুর প্রধানমন্ত্রী। যে দ্বীপে আশ্রয় নিয়ে রয়েছে আরেক অভিযুক্ত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্র।
ভানাতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত এক বিবৃতিতে বলেছেন যে ললিত মোদীর আবেদনের সময়েই তাঁর তথ্য খতিয়ে দেখা হয়েছে। ইন্টারপোলে ভারত দু’বার আবেদন করলেও লাল সতর্কতা জারি হয়নি। সেক্ষেত্রে তাঁকে নাগরিকত্ব দেওয়াই হতো না। তবে সামনে এসেছে যে তিনি প্রত্যপর্ন এড়াতে লন্ড থেকে ভানাতুর নাগরিকত্ব নিতে চাইছেন। তিনি জানিয়েছেন যে নাগরিকত্ব কমিশনকে বলা হবে ললিত মোদীর নাগরিকত্ব খারিজের জন্য।
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানাতু বছরখানেক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আলোচিত হয়েছিল প্রবলভাবে। তৃণমূল যুব নেতা এবং দলের সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বিনয় মিশ্র পালিয়ে আশ্রয় নিয়েছিলেন এই দ্বীপে।
ললিত মোদীর ভানাতুর পাসপোর্ট জোগারের বিষয়টি স্বীকার করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় ক্রিকেটে আইপিএল চালুর সুবাদে বহুল পরিচিত হয়ে ওঠেন ললিত মোদী। ২০১০’র আইপিএল ফাইনালের পর বিসিসিআই তাঁকে সাসপেন্ড করেছিল জালিয়াতির অভিযোগে। ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ২০১৫-তে মুম্বাইয়ের আদালত ললিত মোদীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দায়ের হয়। তদন্তাধীন অবস্থায় লন্ডনে পালিয়ে যান ললিত মোদী। বিভিন্ন মামলায় তাঁর হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং অধুনা প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের আইনজীবী কন্যা বাঁশুরি স্বরাজকে।
নীরব মোদীকে দেশে ফেরাতে একাধিক আবেদন জানালেও ব্রিটেন এখনও ফেরায়নি। নরেন্দ্র মোদীর শাসনের যদিও বারবারই জালিয়াতিতে অভিযুক্তদের বিদেশে পালিয়ে যেতে দেখা গিয়েছে।
কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধেও ইন্টারপোলে যাওয়া হবে বলেও জানিয়েছিল সিবিআই। বিনয়কে তো ফেরানো হয়ইনি, উলটে এই দুর্নীতিতে আরেক অভিযুক্ত বিনয়ের ভাই বিকাশ মিশ্র ২০২৩’র মে-তে জামিন পেয়েছেন আসানসোলের সিবিআই আদালতে।
ললিত মোদীর নাগরিকত্ব প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল যে ভানাতুর নাগরিক হিসেবে স্বীকৃতির বিষয়টি জানা রয়েছে। তবে ভারতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলবে।
Lalit Modi Vanatu
ললিত মোদীর নাগরিকত্ব খারিজ করছে সেই ভানাতু, যে দ্বীপে পালিয়ে কয়লার বিনয়

×
Comments :0