কাশ্মীরের অটো চালকরা ভাড়া না নিয়ে আটকে পড়া পর্যটকদের বিমানবন্দরে নিচ্ছেন। অটোর সামনে কাগজে লিখে দিচ্ছেন যে পর্যটকদের ভাড়া লাগবে না।
কিন্তু বিমান পরিবহণ সংস্থার বেলায় ঠিক উলটো। মানুষের উদ্বেগকে ব্যবহার করে কয়েকগুন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের থেকে।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ঠিক উলটো দুই ছবি সংবাদমাধ্যমে হাজির করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বৈপরীত্যের এই ছবি।
সেলিম বলেছেন যে কাশ্মীরে পর্যটন থেকেই তো বেশিরভাগ আয় হয়। এই সময়েই যান পর্যটকরা। খেটে খাওয়া মানুষ তাঁদের পাশে থাকছন। আর ঝোপ বুঝে কোপ মারছে লুটে খাওয়ারা।
শনিবার মেদিনীপুরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, কেন্দ্রের সর্বদল বৈঠকেই সিপিআই(এম) বলেছে যে পদক্ষেপ নিতে হবে সরকারকে। সেই সঙ্গে নির্দিষ্ট করতে হবে গাফিলতি কোথায়। তিনি বলেন, পাকিস্তানের মদতে বারবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে কাশ্মীরে। সন্ত্রাসবাদ খতম করা হয়েছে বলে সংসদে বলেছিলেন প্রধানমন্ত্রী নিজে। কিন্তু পরপর এমন হামলা কিভাবে ঘটছে তার ব্যাখ্যা জরুরি।
তিনি বলেন আমরা চাই শান্তি, সম্প্রীতি, জনতার ঐক্য।
এদিন রাজ্যের বিভিন্ন জেলায় পহেলগামে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ধিক্কার মিছিল হয়েছে।
সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে সিপিআই(এম)’র ডাকে মালদহের বৈষ্ণবননগরে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, প্রিয়ব্রত মন্ডল, আবু তাহের, বাদেশ আলি, ফিরোজ সেখ।
জলপাইগুড়ির ধূপগুড়িতে হয়েছে মিছিল। শ্রমিক, কৃষক, খেতমজুর-ছাত্র-যুব-মহিলা-শিক্ষক সংগঠনগুলির ডাকে ধিক্কার মিছিল হয়েছে জলপাইগুড়িতেও।
Pahalgam salim
চাই শান্তি-সম্প্রীতি, সরকারের নির্দিষ্ট পদক্ষেপ: সেলিম

×
Comments :0