পলিক্লিনিকের কর্মীর মৃত্যুতে লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ক্লিনিকের কর্ণধারের স্ত্রী’র বিরুদ্ধে। শনিবার রাতে জলপাইগুড়ি শহরের হাকিম পাড়ার একটি পলি ক্লিনিক থেকে রাহুল ঝাঁ(২৮) নামে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে রবিবারও পরিস্থিতি উত্তপ্ত ছিল।
মৃতের পরিবারের অভিযোগ, পলি ক্লিনিকের কর্ণধার ডাঃ কমলেশ বিশ্বাস একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিজেপি’র সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী’র লাগাতার মানসিক নির্যাতনের কারণেই রাহুল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গেছে, ওই যুবক এই সেন্টারের গাড়ি চালানো থেকে শুরু করে কম্পিউটারের কাজ সহ বিভিন্ন ধরনের কাজে যুক্ত ছিলেন। ওই সেন্টারের অনেক খুঁটিনাটি বিষয় তিনি জানতেন। সেই সূত্রে মালিকের পরিবারেরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই থেকেই সন্দেহের বশে মানসিক নির্যাতনের সূত্রপাত বলে অভিযোগ।
শনিবার রাতে যুবকের দেহ উদ্ধারের পরই ওই সেন্টারের সামনে বিক্ষোভ দেখান যুবকের পরিজনরা। রাতেই কোতোয়ালি থানার পুলিশ পলি ক্লিনিকটি সিল করে দেয়। রবিবার রাহুল ঝাঁ’র দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিলে ফের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পরেন ওই পলি ক্লিনিকের সামনে। দীর্ঘ সময় মৃতদেহ রাস্তায় নামিয়ে রেখে দোষিদের শাস্তির দাবি জানানো হয়। অবশেষে পুলিশের মধ্যস্থতায় মৃতদেহ সৎকার করা হয়।
Jalpaiguri Polyclinic
মানসিক নির্যাতনে কর্মীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ জলপাইগুড়ি পলিক্লিনিকে

×
Comments :0