Turist from Kolkata Died

ডুয়ার্সে মৃত্যু বেহালার পর্যটকের

রাজ্য কলকাতা

ইংরেজি নববর্ষের প্রথম দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ডুয়ার্স। ডুয়ার্সে বেড়াতে এসে মৃত্যু হল এক পর্যটকের। জানা গেছে কলকাতার বেহালা নিবাসী পলি জানা(৪৬) ছেলে অনিকেত জানাকে নিয়ে একদল পর্যটক বেড়াতে এসেছিলেন ডুয়ার্সে। সিকিমের নামচি থেকে ফিরে আসার সময় অসুস্থ বোধ করেন। নিয়ে আসা হয় মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবারি সংলগ্ন একটি আবাসে। পর্যটকদের ওই দলটি সম্প্রতি সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সিকিম থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। মঙ্গলবার শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত ওই মহিলাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ পরিজনেরা।
পর্যটক দলটির অন্য সদস্যরাও হাসপাতালে ছুটে আসেন। তবে সংবাদ মাধ্যমের কাছে পর্যটক দলটির কোনো সদস্যই কোনো মন্তব্য করতে চাননি। সূত্র মারফত জানা গেছে ওই মহিলার উচ্চ শর্করা জনিত রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকে স্থানীয় অ্যাম্বুলেন্সে করে ওই মহিলার মৃতদেহ কলকাতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্ষবরণের প্রথম দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment