বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চাকরিহারারা। বিপুল সংখ্যায় চাকরিহারারা ভীড় জমিয়েছেন এসএসসি অফিসের সামনে। ৩ এপ্রিম সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৫,৫৭২ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বহু যোগ্য চাকরি হারিয়েছে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে।
এসএসসিকে বার বার আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের কাছে জমা দিতে। কিন্তু সেই তালিকা সরকার জমা দিতে পারেনি।
এদিন দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের সাথে বৈঠকে বসার কথা চাকরিহারাদের।
Comments :0