২০২৩-২৪ সালের বাজেটে সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ ৫০২০.৫০ কোটি থেকে কমিয়ে ৩০৯৭.৬০ কোটি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে এই বিষয় বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলি প্রশ্ন তোলেন বাজেট বরাদ্দ কমানো নিয়ে। তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন প্রধানমন্ত্রী বিকাশ যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সংখ্যালঘু উন্নয়নের জন্য প্রকল্প গুলি চলছে। তাঁর আরও যুক্তি, একাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সমাজে পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু অংশের উন্নয়নের জন্য কাজ করছে।
কেন্দ্রীয় মন্ত্রী সংসদ অদ্ভুত যুক্তি দেখালেও সামাজিক প্রকল্প গুলিতে সংখ্যালঘুদের জন্য কোন নির্দিষ্ট সংরক্ষন বা আলাদা কোন বরাদ্দ রয়েছে কি না তার কোন উত্তর তিনি দিতে পারেননি।
Comments :0