বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন স্কুটি চালক। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেই সল্টলেকেই দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা দিল গাড়ি।
শুক্রবারে রাতে স্কুটি চালককে ধাক্কা দিয়ে রাস্তার ডিভাইডারেও ধাক্কা মারে চার চাকার গাড়িটি। সিটি সেন্টার-১ আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের রাস্তায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন স্কুটিচালক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।
গত বুধবার সল্টলেকেরই নিউ ব্রিজ এলাকায় বেপরোয়া চার চাকার ধাক্কায় দগ্ধ হয়ে প্রাণ হারান বাইক আরোহী এক যুবক। চারচাকার গাড়িটি জ্বলন্ত অবস্থায় বাইকে ধাক্কা দিয়েছিল। সেই যুবক সৌমেন মন্ডলের মৃত্যুর পর স্থানীয়দের তুমুল বিক্ষোভের মিখে পড়ে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে চার চাকার চালকদের বেপরোয়া গাড়ি প্রাণ কেড়ে নিলেও শাস্তি হয় না। বিলাসবহুল চার চাকা আরও ভয়াবহ। দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রভাবশালী মালিকরা বড় কোনও শাস্তির মুখে পড়ে না।
Salt Lake Rash Driving
ফের সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত স্কুটি চালক

×
Comments :0