IDF Israel Jenin

জেনিনে ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে হয়েছে ইজরায়েলকে। কিন্তু প্যালেস্তিনীয়দের ওপর হামলা থেমে নেই। ওয়েস্ট ব্যাঙ্কে জেনিন শরণার্থী শিবিরে ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮। 
প্যালেস্তাইন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, আহতের সংখ্যাও তিরিশের বেশি। 
সংবাদমাধ্যম জানাচ্ছে, প্যালেস্তাইন কর্তৃপক্ষ জেনিন শরণার্থী শিবিরে ‘সন্ত্রাসবাদী’ খোঁজার অভিযান চালাচ্ছিল কয়েকদিন ধরে। এই বাহিনী সরে যেতেই শুরু হয় ইজরায়েলের সেনার আগ্রাসন। প্যালেস্তাইনের বাসিন্দাদের ওপর গুলিও চালায় ইজরায়েলের সেনা। 
ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের তৈরি অবৈধ বসতি থেকেও হামলা চালানো হচ্ছে। আক্রান্ত হচ্ছেন প্যালেস্তিনীয়রা। প্যালেস্তাইনের বাসিন্দাদের ঘরবাড়ির ওপরও চলছে হামলা। 
সোশাল মিডিয়ায় প্যালেস্তাইনের পক্ষে সরব বিভিন্ন অংশ জানাচ্ছে যে চিকিৎসক এবং নার্সদের ওপরও চলছে আক্রমণ। জেনিন আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে সেনা। গাজা ভূখণ্ডেও একের পর এক হাসপাতালেই হামলা চালিয়েছিল সেনা। 
এদিকে ৭ অক্টোবর হামলার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইজরায়েলের সেনা আইডিএফ’র প্রধান হেরজি হালেভি। 
গাজায় যুদ্ধবিরতির চলছে তিনদিন। বাসিন্দারা জানাচ্ছেন ভয়াবহ অভিজ্ঞতা। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির ধ্বংস করেছে ইজরায়েল। খাদ্য, পানীয়, ওষুধের প্রবল সঙ্কট। সবচেয়ে সঙ্কটে শিশুরা। 

Comments :0

Login to leave a comment