এটিকে মোহনবাগানে নয়া বিদেশি ডিফেন্ডারকে খেলতে দেখা যাবে। বহুদিন ধরে চোটে ভুগছিলেন বাগানের ফ্লোরিন্তিন পোগবা। বহুম্যাচেই মাঠের বাইরে বসে কাটিয়েছেন। জল্পনাও চলছিল, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই পোগবাকে ছেড়ে দেওয়া হবে। পোগবার পরিবর্তে নেওয়া হবে অন্য কোনও ডিফেন্ডারকে। সেই অনুযায়ী বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালায় বাগান কর্তারা। সার্বিয়ার স্লাবকো ডামজানোভিচকে পছন্দ হয়। তাঁর সঙ্গে চুক্তি করে এটিকে মোহনবাগান। বুধবার স্লাবকোর নাম ঘোষণা করা হয় মোহনবাগানের তরফে।
ভারতীয় ফুটবল সার্কিটে চেনা বিদেশি স্লাবকো। আগের বছরই তিনি আইএসএলে চেন্নাইন সিটি এফসি’র হয়ে খেলেছিলেন। তাই, পোগবার জায়গায় স্লাবকোকে বেছে নেয় জুয়ান ফেরান্ডো। সার্বিয়ান ৩০ বছর বয়সী ডিফেন্ডার জানুয়ারি বাগান দলে যোগ দিলেন রক্ষণভাগের শক্তি আরও বাড়বে, আশা করাই যায়। খেলার মধ্যেই আছেন তিনি। সার্বিয়ার সুপার লিগার ক্লাব নোভি পাজারের হয়ে খেলছেন এই মরশুমে।
ATK Mohun Bagan new defender
বাগানে নতুন ডিফেন্ডার স্লাবকো
×
Comments :0